Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার সাড়ে ৩ হাজার দুঃস্থ নারী পেয়েছেন ঈদের শাড়ী। শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান দুঃস্থ নারীদের এ উপহার দিয়েছেন।
রোববার জালশুকা হাবিবর রহমান কলেজ মাঠে কয়েক হাজার নারী পুরুষের সমাগম ঘটে। ঈদ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যয় সংসদ সদস্য কাপড় ও অর্থ বিতরণ করেন। সংসদ সদস্যের ঈদের উপহার নেওয়ার জন্য নারী পুরুষের এ সমাগম হয়।
রোববার সকাল ১১টা থেকে সংসদ সদস্য হাবিবর রহমান উপস্থিত থেকে সাড়ে ৩ হাজার নারীর মাঝে শাড়ী বিতরণ করেন। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকা হাজারো নারী ও পুরুষের মাঝে বিতরণ করেন।
এসময় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লিটন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন উপস্থিত ছিলেন।