সিংড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নাটোর প্রতিনিধি.


নাটোরের সিংড়ায় পলি বেগম (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বলিয়াবাড়ি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।

    মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে নাটোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আলমঙ্গীর হোসেন সিঙ্গাপুর যাওয়ার পর থেকে পলি বেগম তার শাশুড়ির কাছে থাকতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যান পলি। কিছুক্ষণ পর ঘরে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হতে থাকে।

    পরে রাতেই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।

    তিনি আরো জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ