সিদ্দিকুরের ওপর হামলা: পুলিশের তদন্ত রিপোর্ট পেশ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় গঠিত পুলিশের রমনা জোনের তদন্ত কমিটির রিপোর্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পেশ করা হয়েছে। আজ মঙ্গলবার রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার এই তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, সোমবার তদন্ত প্রতিবেদন পুলিশ কমিশনারের কাছে পেশ করা হয়েছে। প্রতিবেদনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। তবে প্রতিবেদনে পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
    উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় দু’চোখের দৃষ্টি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ