সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: মতিন খসরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।

    বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর শনিবার সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে দুর্নীতির অভিযোগের বিষয়টি তোলার পর প্রেক্ষাপটে কুমিল্লায় এক অনুষ্ঠানে একথা জানান মতিন খসরু।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে দালিলিক প্রমাণসহ কিছু অভিযোগ পাওয়া গেছে, তদন্তে তা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে’।

    মতিন খসরু বলেন, ‘প্রধান বিচারপতি নিজ স্বাক্ষরিত চিঠিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে অসুস্থতার কারণে ছুটি চেয়ে আবেদন করেছেন। আবার তিনিই মৌখিকভাবে বলছেন, আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমরা কোন কথায় বিশ্বাস করব? লিখিত না মৌখিক?’

    সাবেক এই আইনমন্ত্রী আরও বলেন, ‘তিনি বিভিন্ন সভা সেমিনারে বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। আবার কিছু মানুষের সামনে বলেন, বিচার বিভাগ স্বাধীন নেই। তিনি নিজেই নিজের কথায় ঠিক থাকতে পারেন না।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ