Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল কুদ্দুস. সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের বেলকুচিতে সোবাহান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ী মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোবাহান চন্দনগাতী কালিবাড়ী মহল্লা আয়নাল হকের ছেলে।
বেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, কিশোর সোবাহান, দু’বছর আগে রিক্সা চালাতো। এখন সে আর কোন কাজ করে না। বাড়ীতেই বেশী সময় কাটায়।
রবিবার দুপুরে বেলকুচি চন্দনগাতী কালিবাড়ী এলাকায় বাড়ীর পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারন জানা যাবে।