সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ২ ভাইবোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি.


সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভেকা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, ওই গ্রামের দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৮) ও মেয়ে আল্লাদি (৬)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিম জানায়, গতকাল বৃহস্প্রতিবার মধ্যে রাতে উক্ত গ্রামের জামাল হোসেনের বাড়ীতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্চে। স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে এই আগুন নেভানোর পর দগ্ধ ওই দুই ভাই বোনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় আল্লাদি। বিকেলে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ