সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক.

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর সাথে ঝগড়া করে লাকী খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাড়াশ সদর ইউনিয়নের খুটিগাছা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুজন আলীর স্ত্রী।
তাড়াশ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবলু উদ্দিন সেখ এ তথ্য নিশ্চিত করে জানান, গত তিন মাস আগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে লাকী খাতুনের দ্বিতীয় বিয়ে হয় তাড়াশ সদর ইউনিয়নের খুটিগাছা দক্ষিণপাড়া গ্রামের সুজন আলীর সাথে। মাঝে মধ্যেই লাকী খাতুন আগের পক্ষের সন্তানকে দেখতে পূর্বের স্বামীর বাড়িতে যেত। মঙ্গলবার রাতে এ নিয়ে পরের স্বামী সুজনের সাথে লাকীর ঝগড়া হয়। এক পর্যায়ে রাতের কোনো এক সময় সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাড়াশ থানার এসআই তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ