সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি.



সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আলোকদিয়া গ্রামের খুশি বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের রাজীব হোসেনের স্ত্রী। এ ঘটনার পর স্বামীসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, প্রায় এক বছর আগে আলোকদিয়া গ্রামের ছোরমান আলীর ছেলে রাজীব হোসেন একই গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে খুশি বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই এক পর্যায়ে আজ রবিবার সকালে খুশি বেগম পিতার বাড়ির একটি ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। দুপুরে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। এদিকে নিহত খুশির মা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করে বলেন, তারা প্রেম করে বিয়ে করে ছিল। স্বামীর বাড়ীর লোকজন তাকে মেনে নেয়নি। ঈদ উপলক্ষে মেয়ে আমাদের বাড়ি এসেছিল। শনিবার রাতে বাড়িতে কেউ না থাকায় খুশিকে তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছে। পরে গলায় রশি পেচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ