সিরাজগঞ্জ প্রতিনিধি.

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রাম থেকে পুলিশ গৃহবধূ চায়না খাতুনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামে মাহতাব উদ্দিনের স্ত্রী। তাড়াশ থানার এসআই তোফায়েল জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে চায়না ওই দিন রাতে স্বামীর নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ আজ শুক্রবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

