সিরাজগঞ্জে চাঁদা না পাওয়ায় দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি.

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় পৈতিক জায়গার উপর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজে চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা নির্মাধীন প্রায় ২০ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেছে। তাদের হুমকি ও বাঁধামুখে কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উক্ত উপজেলার বলরামপুর গ্রামে মৃত শাহেদ আলী সরকারের ছেলে আল-আমিন ও মৃত আয়নাল সরকারের ছেলে তাজ উদ্দিন ওই বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য আধাপাকা ঘরের কাজ শুরু করে কয়েক দিন আগে। এ কাজের শুরু থেকে স্থানীয় ইসলামগংরা বাধাদান ও চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত বুধবার সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা ওই নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে মামলা করতে কেউ সাহস পাচ্ছে না। এবিষয়ে কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা চাঁদা দাবীর ঘটনা অস্বীকার করে বলেন, বাজার এলাকায় রাস্তা ঘেষে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করাকে কেন্দ্র করে ইসলামগংরা দেয়াল ভেঙ্গে ফেলেছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি উল্লেখ করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ