সিরাজগঞ্জে ছাত্রের মাথা ফাটালো দুই শিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঠের বেত দিয়ে পিটিয়ে আবু সুফিয়ান (১৫) নামে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছেন খণ্ডকালীন দায়িত্বে থাকা দুই শিক্ষক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার কয়ড়া স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্র কয়ড়া চরপাড়ার আলেফ উদ্দিন আকন্দের ছেলে। সে কয়ড়া স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত শিক্ষক রাজিন ইসলাম ও মানিক হোসেন একই প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আবু সুফিয়ানের বাবা আলেফ উদ্দিন আকন্দ স্টারমেইল টােয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে সুফিয়ানের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বিবাদ মেটানোর কথা বলে তাকে স্কুলের অফিসরুমে নিয়ে যাওয়া হয়। সালিশের এক পর্যায়ে শিক্ষক রাজিন ইসলাম ও মানিক হোসেন তাকে কাঠ দিয়ে পিটুনি দেন। এতে সুফিয়ানের মাথা ফেটে যায়।
এ ঘটনায় অধ্যক্ষের কাছে বিচার না পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কয়ড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।
ইউএনও স্বন্দ্বীপ কুমার সরকার বলেন, ছাত্র পিটিয়ে আহত করার বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। আহত শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ