সিরাজগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.


নিজ বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শপথ নিল পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। গত সোমবার সকালে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপির নতুন কর্মসূচী জেন্ডার সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

    এসময় বিদ্যালয়ের হেডটিচার ছাইদুল ইসলাম এনডিপির প্রকল্প অফিসার শারমিন আক্তার, প্রজেক্ট ফ্যাসিলিটেটর আকলিমা খাতুন উপস্থিত ছিলেন। হেড টিচার বলেন, ক্লাসে পাঠদানের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্যবিয়ের কুফল, যৌতুকের কুফল, যৌন হয়রানি, বৈষম্য, নারীর অধিকার, মাদক নিরোধ, বয়:সন্ধিকাল ইত্যাদি বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তিনি বলেন, আজকে যারা শপথ নিয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি। তোমরাই হবে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ‘পরিবর্তনের দূত’।

    শপথ নেয়া নবম শ্রেণির ছাত্র চরবনবাড়িয়া গ্রামের পিয়াস বলেন, নারীর প্রতি সহিংসতাকে আমরা সমর্থন করি না। আজকে শপথ গ্রহণের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।

    শারমিন আক্তারের সহায়তায় শপথ বাক্যে ছাত্র-চাত্রীরা বলে, আমি শপথ করিতেছি যে, ‘কখনই ইভটিজিং করব না এবং অন্যকেও ইভটিজিং না করার জন্য উদ্বুদ্ধ করব’।

    জানতে চাইলে এনডিপির প্রকল্পের সমন্বয়কারী আব্দুল হালিম জানান, বিগত জুলাই মাসে দাতা সংস্থা সিডার (সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি) অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের ১৪টি গ্রামে নতুন এই (কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রজেক্ট-সিজিবিভি) প্রকল্পটি আগামী চার বছর মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো- পরিবারে, সমাজে, কর্মপরিবেশে ও একাডেমিক প্রতিষ্ঠানে জেন্ডার সহিংসতা প্রতিরোধ করা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ