সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিারাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে দেয়াল চাপায় রহিমা বেগম (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, উক্ত চরচালা গ্রামের হাজী আমিরুল ইসলামের বাড়ির নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির দেয়ালের পাশেই ঝুপড়ি ঘরে বসবাস করতেন রহিমা বেগম। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ঘরে বসে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ করে নির্মাণাধিন দেয়াল ধসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপাওে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

