সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে সিয়াম রেজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু সিয়াম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চরখাতা গ্রামের শেখ সাদীর ছেলে। ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিরণ জানান, শিশু সিয়াম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামে নানার বাড়ী বেড়াতে গিয়েছিল। রোববার দুপুরে সে নানার বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিকেলে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। অকালে শিশুটি পুকুওে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি. কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় লন্ডভন্ড হওয়ায় খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে হচ্ছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোয়ালপাড়া…