সিরাজগঞ্জে প্রাইভেটকারসহ আটক ৩


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

সিরাজগঞ্জ প্রতিনিধি.



    সিরাজগঞ্জের সলঙ্গা থেকে প্রাইভেটকারসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার ইয়াবা ও এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

    সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার হরিণচড়া এলাকায় প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ-১১২৩৪৬) তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- পাবনা সদরের রামচন্দ্রপুর মন্ডলপাড়া এলাকার হামিমুজ্জামানের ছেলে ওয়াহেদুজ্জামান (২৮), রাধানগর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে ঝুমন সেখ (৩০) ও শালগাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ও প্রাইভেটকার চালক শামীম হোসেন (৩৮)।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে প্রাইভেটকারে ইয়াবা নিয়ে পাবনা যাচ্ছিল তারা- এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় প্রাইভেটকারটি গতিরোধ করে তল্লাশি করা হয়। পরে টিস্যু বক্সের ভেতর থেকে ২৫৪০ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

    তিনি আরও বলেন, কৌশলে প্রাইভেটকার চালক শামীম পালিয়ে গেলেও পরে পুলিশ তার পিছু নিয়ে সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ