সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে বাবা ও ছেলে ডাবল মাডার মামলার এজাহার ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাদের বাহুকা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে মাছ ধরা নিয়ে দন্দে উক্ত ইউনিয়নের এজবাহার(৬৫) ও তার ছেলে আশিক কে হত্যা করা হয়।
এই হত্যার ঘটনায় নিহতর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় একই ইউনিয়নের মৃত্য জয়নালের ছেলে আব্দুল হাকিম(৩০) ,তার বড় ভাই শফিকুল(৩৬) সহ চান সেখের ছেলে মোঃ দুলালকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার এস আই গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। নিহত এজবাহার ও আব্দুল হাকিমের মধ্যে মাছ ধরা নিয়ে দন্দের সৃষ্টি হয়। এরই জেরে ২০১৫ সালের মে মাসে প্রকাশ্য দিবালোকে বাবা ও ছেলেকে তাদের নিজ বাসায় আব্দুল হাকিম গং হত্যা করে। তিনি আরো জানান, আসামী আব্দুল হাকিমের ভয়ে এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। আসামীদের আদালতে প্রেরন করা হবে। আর এ মামলায় বাকি আসামীদের ধরতে পুলিশ ততপর রয়েছে।

