সিরাজগঞ্জে বাস চাপায় এনজিও কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি.



বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বহ্মকপালিয়া নামক স্থানে বাস চাপায় জাহিদুল ইসলাম (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহিদুল একই উপজেলার এলংজানি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উল্লাপাড়া শাখায় কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উক্ত এনজিও কর্মী জাহিদুল ইসলাম আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল হাটিকুমরুলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা পাবনা গামী সরকার এক্সপ্রেস নামে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ