সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাঁত শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি.



সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে তাঁত শ্রমিক শফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ওই পজেলার বেন্নাবাড়ি গ্রামের মনসের আলীর ছেলে।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুর দেড় টার দিকে উপজেলার শেরনগর পশ্চিমপাড়া গ্রামে জামান টেক্সটাইল মিলে পাওয়ারলুমে কাজ করছিল শফিকুল ইসলাম। এক পর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

এ সময় শ্রমিকরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ