সিরাজগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফারজানা জাহান (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চর নেওরগাছার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফারজানা জাহান উপজেলার পৌর এলাকার চর নেওরগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে। সে জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, সকালে নিজ ঘরে ধরনার সঙ্গে ফারজানার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ