আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.
বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও ১শ বিশ কেজি ইলশ মাছ জব্দ করেছে ভ্রম্যমান আদালত।
চৌহালী থানা পুলিশেনর সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, উপজেলার উমারপুর, বাঘুটিয়া, খাষপুকুরিয়া, খাষকাউলিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও জনতার মাঝে বিতরন করা হয়েছে।
চৌহালী উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী জানান, ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে গত রবিবার থেকে ২২ দিন মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরন ও বিক্রি নিষিদ্ধ ঘোষনা করেছে মৎস্য অধিদপ্তর।

