Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.
বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও ১শ বিশ কেজি ইলশ মাছ জব্দ করেছে ভ্রম্যমান আদালত।
চৌহালী থানা পুলিশেনর সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, উপজেলার উমারপুর, বাঘুটিয়া, খাষপুকুরিয়া, খাষকাউলিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও জনতার মাঝে বিতরন করা হয়েছে।
চৌহালী উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী জানান, ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে গত রবিবার থেকে ২২ দিন মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরন ও বিক্রি নিষিদ্ধ ঘোষনা করেছে মৎস্য অধিদপ্তর।