সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

সিরাজগঞ্জ প্রতিনিধি.



    সিরাজগঞ্জের পুলিশ পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া তালুকদার পাড়া গ্রামের মখলেছুর রহমানের ছেলে আরমান (৩৮) ও নায়েতপুর গুচ্ছগ্রামের বাবলুর ছেলে মমিন (৩০)। পুলিশ জানায়, আজ সোমবার সকালে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৯৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। এদিকে চোহালী থানার পুলিশ গতকাল রবিবার ভোর রাতে সলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪‘শ পিস ইয়াবাসহ হাসান আলী (৫০) কে গ্রেফতার করে। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকষা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট মামলা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ