সিলেটে আগুনে ৯ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক.


সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার ভোরে একটি মার্কেটের ইলেকট্রিক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নছিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক মিয়া বিবার্তাকে জানান, ফজরের পর চকিদারের কাছ থেকে খবর পেয়ে বাজারে গিয়ে দেখেন আকস্মিক অগ্নিকাণ্ডে মার্কেটের ৯টি দোকান ও মার্কেট সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আশিকুর রহমান বিবার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় অর্ধেক পুড়ে গেছে। পরে সকাল ৭টা থেকে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ