সিলেটে চলছে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক.

সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটে বাসসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক বাস চলাচলও বন্ধ থাকায় বিভিন্ন জেলায় যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আজ রবিবার সকাল থেকে পরিবহন বন্ধ থাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও শহরের সড়কগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা যায়নি।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সিলেট বিভাগে সকাল থেকে পরিবহন শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছেন। কোথাও পিকেটিং হচ্ছে না। নিজ থেকেই পরিবহন চালানো থেকে বিরত থাকছেন শ্রমিকরা।
সেলিম আহমদ ফলিক জানান, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে দূরপাল্লার বাস চলাচল না করায় অনেক যাত্রী ট্রেনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে টিকেট না পেয়ে রেলস্টেশন থেকে ফিরে যেতে হয়েছে তাদের অধিকাংশকেই।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ