সিলেটে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক.

পারিবারিক কলহের জের ধরে সিলেটের ওসমানীনগরে হান্নান মিয়া নামে এক ব্যক্তি তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা হেমী বেগম (৪৯) পাঁচ ছেলে ও তিন মেয়ের জননী।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে হান্নার মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হান্নান মিয়া উত্তেজিত হয়ে স্ত্রী সৈয়দা হেমী বেগমের মাথায় বটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এসময় হেমী বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হান্নান মিয়া পালিয়ে যান। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না। পরে প্রতিবেশীরা হেমী বেগমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহিদউল্যাহ বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত রক্তমাখা বটি ও একটি জামা উদ্ধার করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ