নিউজ ডেস্ক.

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় বিলাল হোসেন (২৪) নামে এক হিউম্যান হলার চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার দুপুর পৌনে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে হিউম্যান হলার ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, স্থানীয় চিকনাগুল বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হরিপুরগামী হিউম্যান হলারের সঙ্গে সিলেটগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হিউম্যান হলার চালক মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

