সীতাকুণ্ডে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন চলন্ত ট্রেনের ধাক্কায় মারা যায়। অপর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে পার্কের লেক থেকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে উপজেলার ছোট কুমিরা ও ফৌজদার হাট পার্কের কাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার সালাউদ্দিন বাশার জানান, সকাল সাড়ে দশটার সময় উপজেলার কুমিরা রেল স্টেশনের কাছে ছোট কুমিরা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক মারা যান।

এদিকে সীতাকুণ্ডের ফৌজদার হাটস্থ শুকতারা পার্কের কাছে নাগর দোলা পার্ক সংলগ্ন লেকের পানি থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদার হাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ নজরুল বলেন, বৃদ্ধ এক লোক পানিতে ভাসতে দেখে লোকজন খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি, লাশটি দেখে মনে হচ্ছে মানসিক প্রতিবন্ধি (পাগল)। স্থানীয় জনসাধারণসহ আমরা অজ্ঞাত লাশের দাফনের ব্যবস্থা করেছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ