Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বাংলাদেশ সীমান্তে গত তিন দিন ধরে স্থলমাইন বসাচ্ছে মিয়ানমার। দেশটির সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের ঠেকাতে এটি করা হচ্ছে বলে ঢাকার দুটি সূত্রের বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বাংলাদেশের অন্তত দুজন সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের এত কাছে মাইন পাতার প্রতিবাদ জানাবে বাংলাদেশ এবং আজই (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানানো হবে।
বাংলাদেশের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখার এবং এসব মাইনে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গা শরণার্থীদের হতাহত হওয়ার কিছু কিছু খবর তারাও পাচ্ছেন।
এদিকে মিয়ানমারের নেতা অং সাং সু চি দাবি করেছেন, রাখাইন প্রদেশে যে সংকট চলছে তা তার ভাষায় ভুল তথ্যের মাধ্যমে বিকৃত করা হচ্ছে।
মিস সু চির অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে আজ বলা হয়, রাখাইনে সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, যেটাকে ভুয়া সংবাদের মাধ্যমে উসকে দেয়া হচ্ছে যাতে সন্ত্রাসীদের উদ্দেশ্য হাসিল হয়।
মিয়ানমার সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই এই বিবৃতিটি প্রকাশ করা হলো।