সীমান্তে স্বামী-স্ত্রীকে মারধর করায় বিএসএফ’র দুঃখ প্রকাশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট.

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে বাংলাদেশী স্বামী-স্ত্রীকে মারধর করায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
শনিবার সকালে উপজেলার দোলাপাড়া ৮৮৮ নং মেইন পিলারে কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এর আগে গতকাল ৫মে শুক্রবার দুপুরে দোলাপাড়া জিগারঘাট সীমান্তে ৮৮৮ নং পিলারের নিকট বাংলাদেশ ভুখন্ডের অভ্যান্তরে গরুর ঘাস কাটার সময় ওই গ্রামের শহিদুল-আমেনা দম্পত্তিকে মারপিট করে বিএসএফ সদস্যরা।
বিজিবি ও সীমান্ত সুত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পেয়ার উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আমেনা বেগম ওই সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে গরুর ঘাস কাটছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর টহল দলের ৮সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে ওই দম্পত্তিকে মারপিট করে গলাটিপে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায় যায়।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের আহবান জানালে শনিবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠকে বসেন বিএসএফ।
পতাকা বৈঠক শেষে বড়খাতা দোলাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আলম হোসেন সাংবাদিকদের জানান, বিএসএফ তাদেরকে গরু পাচারকারী ভেবে আটকের চেষ্টা করেছিল। বাংলাদেশের ভুখন্ডে প্রবেশ করার জন্য তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে। আগামি দিনে এমন ঘটনা ঘটবে না বলেও বৈঠকে জানায় বিএসএফ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ