Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
অবিলম্বে মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ সভায় দাবি জানানো হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ২ জুন জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে হেফাজতে ইসলামের ব্যানারে কিছু ব্যক্তি একটি টিভি চ্যানেলের টকশোতে প্রচারিত সুলতানা কামালের বক্তব্যকে বিকৃত করে তাঁকে হত্যার হুমকি দেয়। যা পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রচারিত হয়। এর বিরুদ্ধে সরকার কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে সমালোচনা করেন বক্তারা। সব মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষ ছড়ানোর মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সভায়। অন্যথায়, কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, আবুল বারকাত, মানবাধিকারকর্মী খুশি কবির।