Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
নির্বাচন কমিশন অবাধ-সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
নুরুল হুদা বলেন, ‘আমরা তো সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হয়ে গেছে। আমাদের সুশীল সমাজের সঙ্গে সংলাপ হয়েছে এবং আরো বিভিন্ন যাঁরা নির্বাচন সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সংগঠন তাঁদের সঙ্গে আমরা আলোচনা করব, মতবিনিময় করব। আজকে যেমন মতবিনিময় করলাম। এভাবেই আমরা নিশ্চয়তা দেব যে সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি আশাবাদী।’
নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ থাকে যে সেনা মোতায়েন জরুরি, আমরা যদি দেখি যে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সম্ভব না তখন সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলসহ অন্যরা। এ সময় স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।