বিনোদন ডেস্ক.

চলতি বছরে নতুন দুটি গান শ্রোতা দর্শককে উপহার দিয়েছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী সাবরিন। ‘পাতার বাঁশি’ এবং ‘তুমি একটা ব্যাপার’ শিরোনামের এই দুটি গানের শ্রোতা এবং দর্শকা প্রিয়তার ভালো লাগাকে সাথে নিয়েই আজ ঈদ করতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সাবরিন।
নিজের দুটো ভালো গানকে সঙ্গে নিয়েই এবারের ঈদ কাটবে আনন্দে সাবরিনের। আর তাই অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুধু শ্রোতা দর্শকই নয় তার পরিবারের সদস্যরাও তার এই দুটো গান খুব পছন্দ করেছেন।
‘পাতার বাঁশি’ গানটি লিখেছেন সাংবাদিক এ মিজান এবং ‘তুমি একটা ব্যাপার’ গানটি লিখেছেন সাংবাদিক সোমেশ্বর অলি। প্রথম গানটির মিউজিক ভিডিও কয়েক মাসে আগে ইউটিউবে আপলোড করা হয়। প্রথম দিন থেকে আজ পর্যন্ত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন সাবরিন।
প্রায় একমাস আগে নতুন গান ‘তুমি একটা ব্যাপার’র মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। দ্বিতীয় গানটিও শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। সাবরিনের দুটি গানই তার সঙ্গীত ক্যারিয়ারে চলার পথকে আগামীর পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে বিশ্বাস করেন সাবরিন। অবশ্য এ জন্য সাবরিন সবচেয়ে বেশি কৃতজ্ঞ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের প্রতি। কারণ তিনিই সাবরিনের গান নির্বাচন থেকে শুরু করে মিউজিক ভিডিও করা পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। যে কারণে দুটি গানই অসাধারণ হয়েছে।
দুটি গানেরই সুর করেছেন বেলাল খান। ‘পাতার বাঁশি’ গানটি শ্রোতারা বেশি গ্রহণ করেছে। নিজের গানের এমন সাফল্য নিয়ে উচ্ছ্বসিত সাবরিন। তিনি বলেন, প্রতিদিনিই তো কতো কতো গান ইউটিউবে আপলোড হচ্ছে। ক’টা গানই বা দর্শক শ্রোতা মনে রাখতে পারেন! কিন্তু আমার দুটি গানই যে শ্রোতা দর্শকেরা শুনছেন, এটা আমার সৌভাগ্য। এই সময়ে আমি দুটি ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিতে পেরেছি এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আমি আমার ভক্ত দর্শক শ্রোতাদের ভালোবাসা নিয়ে আগামীর পথে চলতে চাই। আমি আরো ভালো ভালো গান সবাইকে উপহার দিতে চাই। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

