সৌদিতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৭-এ।

    গতকাল বৃহস্পতিবার বাগেরহাট জেলার রামপাল থানার বাগাইন গ্রামের ইদ্রিস আলী শিকদার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার পাসপোর্ট নম্বর বিকে-০৮৪৬২২৪ ও পিলগ্রিম নম্বর-০৬৩৮০৮৫।

    একই দিন খুলনা জেলার ডুমুরিয়া থানার মাগুরাঘোনা গ্রামের মো. আবুল হোসেন শেখ মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার পাসপোর্ট নম্বর বিজে-০৬১০৭৭৭ ও পিলগ্রিম নাম্বার-০৬৩৮০৫৪।

    এছাড়া পাবনা জেলার চাটমোহর থানার হান্ডিয়াল গ্রামের মো. আবদুল সাত্তার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার পাসপোর্ট নম্বর বিজে-০৯৬৯৪৫১ ও পিলগ্রিম নম্বর-১৩১৮২২৬।

    উল্লেখ্য, এ বছর হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ