সৌদিতে বাড়িতে আগুন, বাংলাদেশিসহ নিহত ১১


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    সৌদি আরবের নাজরান প্রদেশে একটি বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। নিহতদের সবাই বাংলাদেশ ও ভারতের অভিবাসী বলে জানা গেছে।

    স্থানীয় সময় আজ বুধবার সৌদি আরব-ইয়েমেন সংলগ্ন সীমান্তের নাজরান শহরে এ ঘটনা ঘটে।

    নাজরান শহরের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানানো হয়, ফায়ার সার্ভিসকর্মীরা নাজরান শহরের ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বাড়িটির কোনো জানালা ছিল না। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন নিহত হন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ছয় কর্মী।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী তারা সেখানে বিভিন্ন ধরনের নিপীড়ন ও অবহেলার শিকার হন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ