সৌদি ও পাকিস্তানে হামলার হুমকি ইরানের

নিউজ ডেস্ক.

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো বোকামি করলে পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদ দিয়ে গোটা সৌদি আরবে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘জঙ্গিদের স্বর্গভূমি’ ইসলামাবাদে আঘাত হানা হবে। সোমবার এসব খবর দেয় বিবিসি ও ডন।
বিবিসি জানায়, সৌদি উপ যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর রবিবার প্রতিক্রিয়ায় জেনারেল দেহকান এ সতর্কবাণী উচ্চারণ করেন। প্রিন্স সালমান বলেছিলেন, রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয়।’ জবাবে লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানারে প্রচারিত সাক্ষাৎকারে ইরানের প্রতিরামন্ত্রী বলেন, ‘সৌদি আরব যদি বোকার মতো কিছু করে বসে তা হলে মক্কা ও মদিনা ছাড়া সে দেশের কোনো জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখব না।’
অন্যদিকে গতমাসে পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলায় ইরানের ১০ সীমান্তরক্ষী নিহত হলে দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা চিড় ধরে। তেহরানের দাবি, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-আল-আদল ওই হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিত্রে সোমবার সেনাপ্রধান বাকেরি ইসলামাবাদের জঙ্গি আস্তানায় হামলার হুমকি দেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ