সৌদি বাদশার সঙ্গে নাচলেন ট্রাম্প

নিউজ ডেস্ক.

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের সঙ্গে ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্যে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সৌদি রাজপ্রাসাদে ১১ হাজার কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তির পর এ নৃত্যে অংশ নেন তিনি।
সৌদি রাজপরিবারের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও এ নৃত্যানুষ্ঠানে আরো অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রস। তলোয়ার হাতে নাচের সময় ট্রাম্পকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ট্রাম্প। সফরের প্রথম দিনে শনিবার দুই দেশের মধ্যে ৩৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মধ্যে রয়েছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি। সেই সঙ্গে ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব আব্দুল আজিজ আল-সৌদ মেডেল’ দেন সৌদি বাদশা সালমান।
সফরের দ্বিতীয় দিনে রবিবার ৪০টি মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন ট্রাম্প। সৌদি আরব সফর শেষে ইসরাইল, ফিলিস্তিনি এলাকা, ব্রাসেলস, ভ্যাটিকান এবং সিসিলি সফর করবেন তিনি। সূত্র: সিএনএন

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ