নিউজ ডেস্ক.
রাজধানীর তুরাগে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর মারফত আলী ও তার সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে।
তুরাগ থানার ওসি (অপারেশন) দুলাল হোসেন জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাবার সঙ্গে রাজধানীর তুরাগের টেক পাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি।
গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় দিনমজুর মারফত আলী ও তার সহযোগী ইসমাইল কৌশলে ওই স্কুলছাত্রীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটির বাবা তুরাগ থানায় অভিযুক্ত মারফত আলী এবং ইসমাইলের বিরুদ্ধে মামলা করেন।
এরপর পুলিশ টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারফত আলী ও তার সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠিয়েছেন।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত মারফত আলী ও তার সহযোগী ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

