Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
স্পেনের বার্সেলোনায় ভয়াবহ ভ্যানগাড়ি চালিয়ে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বার সন্ত্রাসীদের হামলাচেষ্টা প্রতিহত করেছে পুলিশ।
বার্সেলোনার অন্যতম শহর ক্যামব্রিলসে সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যার মাধ্যমে আরেকদফা হামলাচেষ্টা প্রতিহত করেছে পুলিশ। তাদের সবার শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল।
এরআগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে হঠাৎ বার্সেলোনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামলায় হাঁটতে থাকা শত শত পথচারীর ওপর একটি সাদা পিকআপভ্যান তুলে দেওয়া হয়।
ওই হামলার সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই পর্যটক। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোও বার্সেলোনার গাড়ি হামলাকে ‘জিহাদি হামলা’ বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে স্পেনের মাদ্রিদে পাতাল রেলে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়েছিল। এরপর সর্বশেষ গত বছরের ২৪ জুলাই রাতে স্পেনের পাশ্ববর্তী দেশ ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে জনতার ওপর একটি ভারি ট্রাক উঠিয়ে দিলে ৮৫ জন নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়। ঘটনার এক বছর পর বার্সেলোনায় প্রায় একই স্টাইলে এই সন্ত্রাসী হামলার ঘটানো ঘটলো।