স্মার্ট বাংলাদেশ‌ বি‌নির্মাণে যুবলী‌গ কাজ করছে -‌ভি‌পি ম‌তি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেছেন, জনতার অ‌ভিযোগ আমাদের রাজনী‌তিতে পচন ধরেছে। ই‌তিহাসের কাঠগড়ায় দাড় করালে আপ‌নি একজন আসামী। আপনি আওয়ামী লীগ করেন, অথচ নির্বাচন আসলে নৌকায় ভোট দিতে পারেন না। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র, বঙ্গবন্ধু ও শেখ হা‌সিনার বিরুদ্ধে ষড়যন্ত্র। ‌নৌকাতো একটা খেলনা পুতুল নয়, যে তোমরা নৌকা নিয়ে খেলা করবে। নৌকাতো জ্বালানী কাঠ নয়, তোমরা জ্বা‌লিয়ে পু‌ড়িয়ে ছারখার করে দেবে। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা মু‌ক্তিযুদ্ধের প্রতীক। মু‌ক্তিযুদ্ধের চেতনার ব‌াংলাদেশকে ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। স্মার্ট বাংলাদেশ‌ বি‌নির্মাণে যুবলী‌গ নেতাকর্মী‌রা ঐক‌্যবদ্ধ ভাবে কাজ করছে এবং করবে।

    শনিবার বিকেল ৫টার দিকে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের আয়োজনে ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সম্মেলনে সভাপতিত্ব করেন চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলটন আজীজ। প্রধান বক্তা হিসেবে বক্তব‌্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।

    চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চলনায় বক্তব্য রাখেন চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সি‌নিয়র সহসভাপ‌তি প্রভাষক আলিম আল রাজী বুলেট, সাংগঠ‌নিক সম্পাদক রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সাংস্কৃ‌তিক সম্পাদক শাহাদৎ হোসেন, সমাজকল‌্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, সদস‌্য রায়হান বাদশা, যুবলীগ নেতা রিপন রানা, ফারাইজুল ইসলাম, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, সুমন সরকার, মিজানুর রহমান মিঠু, আমিনুল ইসলাম, সোহেল রানা, কফিল উদ্দিন, রাসেল মাহমুদ, কৃষক লীগ হাবিবর রহমান, সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মজনু, জাকারিয়া হাবিব, শ্রমিক লীগ নেতা শামীম রেজা, রাশেদুজ্জামান সবুজ, জাহিদ হাসান, রিংকু ও বাবু প্রমুখ।

    সম্মেলনে যুবলীগ নেতা মাসুদ রানাকে সভাপ‌তি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড, যুবলীগ নেতা শ‌ফিকুল ইসলামকে সভাপ‌তি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড ও যুবলীগ নেতা সিরাজুল ইসলামকে সভাপ‌তি ও আব্দুল মো‌মিনকে সাধারণ‌ সম্পাদক করে ৩নং ওয়ার্ড ক‌মি‌টি গঠন করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ