হংকংয়ের নতুন নেতার শপথ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    চীনের কাছে হংকংকে হস্তান্তরের ২০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হংকংয়ের নতুন নেতা হিসেবে ক্যারি লামকে শপথ করিয়েছেন। হংকংয়ের ইতিহাসে ক্যারি লামই প্রথম কোনো নারী, যিনি দেশটির প্রধান নির্বাহীর পদে অভিষিক্ত হলেন।

    হংকংয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে শি জিনপিং পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হংকংয়ে শি’র প্রথম সফর।

    এক বক্তৃতায় শি বলেন, হংকং আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।

    এদিকে, হংকংয়ে শি’র সফরকে ঘিরে গণতন্ত্রপন্থী ও বেইজিংপন্থী বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

    গণতন্ত্রপন্থী পার্টি ডেমোসিস্টো জানায়, দলটির পাঁচ সদস্য ও লীগ অব সোশাল ডেমোক্র্যাটিকস দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে আমব্রেলা প্রোটেস্ট মুভমেন্টের নেতা জোশুয়া ওয়াংও রয়েছেন।

    তিন বছর আগেও হংকংয়ের বেশ কয়েকটি স্থানে গণতন্ত্রের দাবিতে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ হয়।

    উল্লেখ্য, ১৯৯৭ সালে চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় ব্রিটেন। সে সময় থেকে ‘এক দেশ, দুই নীতি’ অনুযায়ী হংকং শাসন করতে সম্মত হয় বেইজিং। শহরটির নিজস্ব আইনি ব্যবস্থা, সীমিত গণতান্ত্রিক চর্চা এবং সমবেত হওয়ার স্বাধীনতা ও মত প্রকাশের মতো কিছু অধিকারের অনুমোদন দেয় বেইজিং।

    তবে হংকংয়ের প্রধান নির্বাহী পদে নির্বাচনে জনগণের সরাসরি ভোটের ব্যবস্থা নেই। চীনের অধীনে এক হাজার দুইশ জনের একটি কমিটি তাকে নির্বাচিত করেন। গত নির্বাচনে প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন ক্যারি লাম। তিনি বেইজিংপন্থী হিসেবে পরিচিত।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ