হংকংয়ে ঘূর্ণিঝড় ‘হাতো’র তাণ্ডবে নিহত ৩


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    এশিয়ার অন্যতম বাণিজ্য নগরী হংকং ও ম্যাকাওয়ে ১০ মাত্রার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘হাতো’র আঘাতে তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। নিখোঁজ অন্তত দুইজন। ম্যাকাওয়ের সরকারি তথ্য ব্যুরোর বরাতে বুধবার দ্যা গার্ডিয়ান এ খবর জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রলয়ঙ্কারী এ ঘূর্ণিঝড়ে হংকং শহর ও ম্যাকাওয়ের মাঝে বয়ে চলা পার্ল নদীর মোহনায় তিনজনের মৃত্যু হয়েছে।

    অবশ্য, ঘূর্ণিঝড় হাতো আঘাত হানার আগেই হংকংয়ে শুরু হয় প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টি। এসময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। বাতাসে অনেক গাছ উপড়ে পড়েছে।
    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতেই সাড়ে চার শতাধিক বেশি ফ্লাইট বাতিল করা হয়। ছুটি ঘোষণা করা হয় স্থানীয় সব স্কুলে। অচল হয়ে যায় বাণিজ্যিক কার্যক্রমও।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে প্রবল বেগে পানি আছড়ে পড়েছে। জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। দক্ষিণ চীন সাগরে ১০ মিটার (৩৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে বার্তা সংস্থাটি।

    চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে, মাছ ধরার নৌকা পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে এবং চার হাজারেরও বেশি জেলে ও তাদের পরিবারকে নিরপাদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

    হংকং অবজারভেটরির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে এখন পর্যন্ত হংকংয়ে ১৪ বার ১০ মাত্রার প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড় আঘাত হানে। ‘হাতো’র আগে ২০১২ সালে হংকংয়ে ১০ মাত্রার ঘূর্ণিঝড় ভিসেন্ট আঘাত হানে। সূত্র: দ্যা গার্ডিয়ান

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ