হজ অব্যবস্থাপনায় দায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক.



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজ অব্যবস্থাপনার জন্য ট্র্যাভেল এজেন্সি ও হজ এজেন্সিগুলো দায়ী। তাদের প্রতারণাই অন্যতম কারণ। এ কারণে দায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে তাদের আর্থিক জরিমানা করা হবে।

আজ সোমবার সচিবালয়ে হজ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এ কথা বলেন।

এসময় রাশেদ খান মেনন বলেন, হজ এজেন্সিগুলো সময়মতো বাড়ি ভাড়া করেনি, তারা পরে বাড়ি ভাড়া করেছে। ঠিক সময়ে হজযাত্রীদের ফ্লাইটে পাঠায়নি।ভিসা ও টিকিট না করে পালিয়েছে। এভাবে তারা হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে। সময়মতো ভিসা প্রক্রিয়া শেষ না করায় এই সমস্যা তৈরি হয়েছে। এসব কারণে এবারের হজ যাত্রায় চরম অব্যবস্থাপনা দেখা দেয়।

বিমানমন্ত্রী আরো বলেন, ট্র্যাভেল এজেন্সিগুলো সময়মতো টিকিট করেনি। এসব প্রতারণার কারণে চরম অব্যবস্থাপনা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ