প্রযুক্তির কল্যাণে হঠাৎ বদলে গেল সউদি প্রবাসী এক ইন্দোনেশীয় পরিবারের জীবন। ঘটনাটা এ রকম : প্রতিদিন সন্ধ্যায় পুরনো জেদ্দার (বালাদ) একটি সেতুর নিচে এক শিশুকে বসে থাকতে দেখা যায়। তার সামনে সাজানো থাকে বেশ কিছু হাতে আঁকা ছবি। প্রতিটি ছবি সে বিক্রি করে এক দিরহাম দামে।
শিশুটির নাম ইলিয়াস। বয়স মাত্র আট বছর। পরিবারকে সাহায্য করার জন্যই সে এ কাজে নেমেছে। ছবিগুলো এঁকেছে আরেক শিশু – ইলিয়াসেরই বড় বোন ইউসরা। তার বয়সও মাত্র ১২ বছর।
ব্যাপারটি নজরে পড়ে কোনো এক সোশ্যাল মিডিয়া ইউজারের। তিনি ইনস্টাগ্রামে #kidsellingdrawingfor1Riyal হ্যাশট্যাগ দিয়ে শিশু ইলিয়াসের ফটো পোস্ট করে দেন। তাতেই সাড়া পড়ে যায়। জেদ্দার সউদি অ্যাসোসিয়েশন ফর আর্টস অ্যান্ড কালচারের সদস্যদেরও নজর কাড়ে ইনস্টাগ্রামের ছবিটি।
সংস্থার পরিচালক ওমর আল-জাসের বলেন, ছবিটা দেখেই আমরা তার খোঁজ নিতে শুরু করি। অবশেষে আমরা তাকে ঠিকই খুঁজে বের করে ফেলি।
সউদি অ্যাসোসিয়েশন ফর আর্টস অ্যান্ড কালচারের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে ইলিয়াস, তার বোন ইউসরা এবং তাদের মা-কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এসব অতিথি দুই শিশু ও তাদের মায়ের হাতে অনেক নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেন।
শিশু ইউসরা বলে যে ছবি বিক্রির কথাটি সে কখনো চিন্তাই করেনি। বুদ্ধিটা ছোটভাই ইলিয়াসেরই। ছবি বিক্রি হলে পরিবারে দু’টি পয়সা আসবে ভেবে সে ভাইয়ের কথায় ‘না’ করেনি। সূত্র : সউদি গেজেট
নিউজ ডেস্ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম বাস টার্মিনালে ‘সন্ত্রাসী আক্রমণের চেষ্টা’র অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়ার সময় আহত…