হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক.

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে বাছিত মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার একটি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছিত উপজেলার জাতুকর্ণপাড়ার (চান্দের মহল্লা) বজন উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাছিত দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ধান উঠানোর জন্য হাওরে যান। এসময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ