স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সরকারের মহতি উদ্যোগ কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে নওগাঁ জেলার সাপাহার উপজেলার হরিপুর কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানীয় জলের ব্যাবস্থা না থাকায় সেখানে সেবা দানকারী ও গ্রহণকারীগন দারুন বিপাকে পড়েছে। উপজেলার তিলনা ইউনিয়নের ১০ হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষে সাপাহার-তিলনা সড়কের হরিপুর মোড়ের অদুরে ক্লিনিকটি অবস্থিত।
ক্লিনিকে দায়িত্বরত সেবা প্রদানকারী সিএইচপি আমিনা বেগম জানান, এখানে প্রতিদিন ওই ইউনিয়নের প্রায় ৬০/৭০ জন হত দরিদ্র শ্রেণীর মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে কিন্তু ক্লিনিকটিতে শুরু থেকেই পানীয় জলের সমস্যা। ক্লিনিক শুরুর সময় এখানে একটি টিউবওয়েল বসানো হলেও কয়েক দিনের মধ্যে সেটি বিকল হয়ে যায়। পরবর্তীতে সেটিকে আর মেরামত করা হয়নি ফলে ক্লিনিকে পানির ব্যাবস্থা না থাকায় ক্লিনিকে আসা রোগী ও রোগীর লোকজনের পানি খাওয়ার প্রয়োজন হলে কষ্ট করে তাদেরকে হরিপুর মোড় অথবা গ্রাম থেকে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানি সংকটের কারণে টয়লেটগুলো বন্ধ থাকায় রোগীরা সবচেয়ে বেশি বিপদে পড়েন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিকে অবস্থানরত সেবাদানকারী আমিনা বেগম তার নিজের প্রয়োজনীয় পানিয় জলের সমস্য সমাধানের জন্য নিজ খরচে একজন আয়া রেখেছেন। ক্লিনিকটিতে জরুরী ভিত্তিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ক্লিনিকে আসা সাধারণ জনগন সহ ওই ইউনিয়নবাসী স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: মমিনুল ইসলাম জানান, হরিপুর কমউিনিটি ক্লিনিকে পানির সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগে আবেদন করা হয়েছে।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: রওশন আরা খানম জানান, ওই ক্লিনিকে দ্রুত পানির ব্যবস্থা গ্রহণ করা হবে।