Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
এখনও রিলিজ করেনি চ্যাম্প, তার আগেই নিজের পরবর্তী ছবির নাম প্রকাশ করে দিয়েছেন দেব৷ ছবির নাম ‘ককপিট’ পরিচালনার দায়িত্বে কমলেশ্বর মুখোপাধ্যায়৷ দেব শুধু ছবির প্রযোজকই নন, ছবির হিরোও৷ নায়িকা চ্যাম্পে টলিউড ডেবিউ করা দেবের বিশেষ বন্ধু রুক্মিণী ও কোয়েল মল্লিক৷ এছাড়া রয়েছে মডেল রোজা ও ছোটপর্দার ‘ভুতু’ আর্শীয়া
শোনা যাচ্ছে এক বিখ্যাত হলিউড ছবির রিমেক হতে চলেছে ‘ককপিট’? ২০০৯ সালে জর্জ ক্লোনির হাত ধরে হলিউডে মুক্তি পেয়েছিল ‘আপ ইন দ্য এয়ার’। সেই ছবিটির রিমেক হতে চলেছে ‘ককপিট’৷ এমনকি ‘আপ ইন দ্য এয়ার’ ছবির পোস্টারের সঙ্গেও হুবুহু মিল রয়েছে ‘ককপিট’এর ।
যদিও এই রিমেকের কথা অস্বীকার করেছেন ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি জানান, ‘হলিউড মুভিটির গল্প সম্পূর্ণ আলাদা। আমার ছবি ককপিটের গল্প বাস্তব জীবনের এক বিমান দুর্ঘটনা দ্বারা অনুপ্রাণিত, আর ‘আপ ইন দ্য এয়ার’ ছবিটির গল্প কমেডি বেস। তবে পোস্টার কিভাবে মিলে গেল তা জানিনা। এটা একেবারেই কোয়েন্সিডেন্স।’ আদৌ ‘ককপিট’ হলিউড মুভি ‘আপ ইন দ্য এয়ার’ এর রিমেক কিনা সেটা তো ছবি মুক্তির পরই জানা যাবে।