Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার নিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। বুধবার ধুনটের বেড়েরবাড়ী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘এমডি তোজাম’ নামের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে ছবিগুলো পোস্ট করার বিষয়টি আলোচনায় আসে। পরে অবশ্য তিনি ছবিগুলো ফেসবুক থেকে সরিয়ে নেন।
ছবিতে দেখা যায় বিদ্যালয়ের শহীদ মিনারের উপর দাড়িয়ে দুইজন শিশু শিক্ষার্থী ব্যানারটি ধরে রেখেছে। একটি ছবিতে প্রধান শিক্ষক ব্যানারের মাঝে দাড়িয়ে রয়েছেন। অন্য ছবিতে ব্যানারের সামনে শহীদ মিনারের নীচে দাড়িয়ে রয়েছেন তিনি।
ব্যানারটিতে সরকারি ও সবার জন্য শিক্ষা মনোগ্রাম রয়েছে। এছাড়া শেখ মুজিবুর রহমান ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি তোজাম মোবাইল ফোনে ধুনট বার্তাকে বলেন ‘ছবিগুলো আমি ফেসবুকে প্রকাশ করিনি। অন্য একজন পোস্ট করেছিল। পরে ডিলিট করা হয়েছে।’
পুরানো ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালন করেছেন কিনা জানতে চাইলে ‘ছবি ডিলিট করে দিছি, আর সমস্যা নাই’ বলে তিনি ফোন কেটে দেন।
শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। তারা জাতীয় দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলার অভিযোগ এনেছেন।
