লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে জান্নাতুল আক্তার (১৪ মাস) ও সুক্তা আক্তার (১৬ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ২ নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের সাহদাত আলমের ১৪ মাস বয়সী শিশু কন্যা জান্নাতুল আক্তার ও শফিকুল ইসলামের ১৬ মাস বয়সী শিশু কন্যা সুক্তা আক্তার।
এলাকাবাসী জানায়, সানিয়াজান এলাকার সাহদাত আলমের শিশু কন্যা জান্নাতুল আক্তার ও শফিকুল ইসলামের শিশু কন্যা সুক্তা আক্তার বাড়ির পাশে উঠানে খেলা করছিলো। এ সময় হঠাৎ বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের লোকজন শিশু দু’জনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে।
এ ব্যপারে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর পানিতে ডুবে দুই শিশুর মৃত্য্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।