Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের হাতীবান্ধায় ভালবেশে পালিয়ে বিয়ে করায় বাবার বিরুদ্ধে সানজিদা খানম রনি (২০) এক মেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ফকিরপাড়া গ্রামের নিজ শশুর বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সানজিদা খানম লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ফকিরপাড়া গ্রামের জহরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তার বাবা আবুল কাশেম খাঁন এ সম্পর্ক মানতে নারাজ। তাই তিনি তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরে বিষয়টি বঝতে পেরে কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গোপনে মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হই।
লিখিত বক্তব্যে আরও বলেন, আমি একজন শিক্ষিত ও সাবালিকা মেয়ে। কারো প্ররোচনায় নয়, সজ্ঞানে, প্রেমের টানে এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।
তার বাবা তার স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে একটি অপহরন মামলা করেন। যে মামলাটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি ওই মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাশীম হাসান সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, এঘটনায় তিনি একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থানেয়া হবে।