লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক প্রতন্ত পল্লীতে কোরবানীর গরুর মাংসে “আল্লাহ” লেখা উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের কানিপাড়া এলাকার আব্দুল আজিজ’র বাড়িতে। আল্লাহ লেখা মাংসের টুকরোটি দেখার জন্য তারা বাড়ী ভির করছে ওই এলাকার শত শত উসুক জনতা।
আব্দুল আজিজ’র স্ত্রী মমতা বেগম জানায়, সোমবার সন্ধ্যায় ফ্রিজ থেকে কোরবানীর গরুর মাংস বের করে রান্না করতে গেলে হঠাৎ একটি মাংসের টুকরো ‘আল্লাহ’ লেখাটি তার বড় ছেলে মনির হোসেন দেখতে পায়। বিষয়টি দেখে প্রথমে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা ঐ মাংসের টুকরো দেখার জন্য সন্ধা থেকে ভিড় জমাতে থাকে।
স্থানীয় পুর্ব সারডুবী মসজিদের ইমান মৌলভী রোকন আলী বলেন, ‘আল্লাহ’ লেখাটি ঠিক আছে। লোকজন দেখার পর আমি ওই মাংসের টুকরোটি পরিস্কার কাপড় দিয়ে বেঁেধ পুতে রাখতে বলেছি।
বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য মাসুম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

