হাতীবান্ধায় দুই কলেজ প্রভাষক বরখাস্ত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি.

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের দুই প্রভাষককে স্থায়ী ভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বলেন, দির্ঘদিন থেকে কলেজের প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিনের বিরুদ্ধে অর্থ অনিয়ম, একাডেমি ও প্রশাসনিক নিয়ম শৃংখলা ভঙ্গ করে আসছেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ হলে তদন্তে তা প্রমাণিত হয়। পরে কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাদের স্থায়ী ভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত দুই প্রভাষক বলেন, আমরা বরখাস্তের বিষয়ে কিছুই জানি না। আমরা নিয়মিত কলেজের দায়িত্ব পালন করে আসছি।
কলেজ পরিচালনা কমিটি’র সদস্য আব্দুল হাই মাষ্টার ওই দুই প্রভাষককে বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ